উইন্ডোজ ১০এর হটস্পট বারবার বন্ধ হওয়ার কারণ ও প্রতিকার
আপনার উইন্ডোজ ১০এর হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে? আপনি কি এই বিষয় নিয়ে অনেক চিন্তিত ? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। কিছু সেটিংস রয়েছে যা করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের হটস্পট আর বন্ধ হবে না।
সূচিপত্রঃ উইন্ডোজ ১০এর হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে?
- আপনার উইন্ডোজ ১০এর হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে?
- হটস্পটের এই সমস্যাটি কেন হয়
- উইন্ডোজ ১০এর হটস্পট চালু রাখার সমাধান
- উইন্ডোজে মোবাইল হটস্পট কি কাজে লাগে
- উইন্ডোজের মোবাইল হটস্পট কী?
- মোবাইল হটস্পট কীভাবে কাজ করে?
- মোবাইল হটস্পট ব্যবহারের কারণ
- উইন্ডোজ হটস্পটেরঅতিরিক্ত কিছু টিপস যা আপনার কাজে আসবে
- শেষ কথাঃ উইন্ডোজ ১০এর হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে?
আপনার উইন্ডোজ ১০এর হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে?
হটস্পটের এই সমস্যাটি কেন হয়
প্রথমত আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন উইন্ডোজ ১০এর হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তার উত্তরও আছেঃ
উইন্ডোজ ১০এর মাঝে এমনভাবে ডিজাইন করা যে, এটি ব্যাটারি বা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছু ফিচার নিজে থেকেই বন্ধ করে দেয়, বিশেষ করে ল্যাপটপে ওয়াইফাই অ্যাডাপ্টার একটি শক্তি-চালিত ফিচার, তাই উইন্ডোজ সেটিকে কিছুক্ষণ পর পর বন্ধ করে দেয়। যদি সেটি কোনো কাজ না করে তাহলে। এতে হটস্পটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি বন্ধ হয়ে যায়। যখন আপনি হটস্পট চালু করে অন্য ডিভাইসের জন্য অপেক্ষা করেন, তখন উইন্ডোজ ধরে নেয় যে, এই ফিচার এখন অপ্রয়োজনীয়, এবং সেটিকে বন্ধ করে দেয়। এতে করে হটস্পট কাজ করা বন্ধ করে দেয়।
কোনো ডিভাইসের সাথে সংযুক্ত না থাকাঃ উইন্ডোজ ১০এর আরেকটি ফিচার হলো হটস্পটের সাথে যদি কিছু সময় ধরে কোনো ডিভাইস সংযুক্ত না থাকে, তাহলে উইন্ডোজ ১০ নিজে থেকেই হটস্পট বন্ধ করে দেয়। অর্থাৎ উইন্ডোজ ১০এর একটি বিল্ডিং ফিচার হলো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন ডিভাইস হটস্পট এর সাথে সংযুক্ত না থাকে তাহলে উইন্ডোজ ১০এর হটস্পট বন্ধ হয়ে যায়। এটি একটি পাওয়ার সেভিং ফিচার। তাতে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ব্যাটারি হেল্থ ভালো থাকবে।- বার বার ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত হওয়া।
- VPN ব্যবহার করা।
- থার্টপার্টি সফটওয়্যার ব্যবহার যেমনঃ "Firewall" "Antivirus" বা উইন্ডোজ ১০এর আপডেটের পরে কিছু সেটিং পরিবর্তন করা। ইত্যাদি
উইন্ডোজ ১০এর হটস্পট চালু রাখার সমাধান
- Start Menu-তে ডানে ক্লিক করে Device Manager খুলুন।
- Network Adapters এ ক্লিক করে আপনার Wi-Fi অ্যাডাপ্টার খুঁজে বের করুন।
- সেটিতে ডান ক্লিক করে Properties এ যান।
- তারপর Power Management এ ক্লিক করুন।
- Power Management ট্যাবে গিয়ে প্রথম অপশনটির টিক চিহৃ তুলে দিনঃ Allow the computer to turn off this device to save power
- তারপর OK চাপুন
- এবং পিসি রিস্টার্ট করুন।
2. Hotspot-এর অটো অফ অপশন বন্ধ করুন।
- (Windows + I) চাপলে সেটিংস ওপেন হবে।
- তারপর Network Internet এর অপশনটিতে ক্লিক করুন।
- বাম দিকের সারিতে Mobile hotspot নামের একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
- Mobile hotspot এর নিচের দিকে স্ক্রল করলে "Turn off mobile hotspot automatically" নামে একটি অপশন আছে। সেই অপশনটি বন্ধ করুন।
3. Driver আপডেট দিন।
- Start Menu-তে ডান ক্লিক করে Device Manager খুলুন।
- Network Adapters এ ক্লিক করে আপনার Wi-Fi অ্যাডাপ্টার খুঁজে বের করুন।
- Update driver এ ক্লিক করুন।
- Search automatically for drivers বেছে নিন।
উইন্ডোজে মোবাইল হটস্পট কি কাজে লাগে
উইন্ডোজের মোবাইল হটস্পট কী?
উইন্ডোজের মোবাইল হটস্পট হলো একটি বিল্ট-ইন সুবিধা, যা আপনার কম্পিউটার বা ল্যাপটপের বিদ্যমান ইন্টারনেট সংযোগকে অন্য ডিভাইসের সাথে সহজেই শেয়ার করতে দেয়। এই ইন্টারনেট সোর্স হতে পারে।
Wi-Fi অন্য কোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে পাওয়া ইন্টারনেট/ইথারনেট (Ethernet) তারযুক্ত ব্রডব্যান্ড সংযোগ মোবাইল ডেটা যদি আপনার ডিভাইসে সিম কার্ড সাপোর্ট থাকে যেমন কিছু ট্যাবলেট বা 4G/5G মডেম যুক্ত ল্যাপটপ।
মোবাইল হটস্পট চালু করার পর আপনার কম্পিউটার এক ধরনের ছোট Wi-Fi রাউটার হিসেবে কাজ করতে শুরু করে। ফলে আশেপাশের ফোন, ট্যাব, স্মার্ট টিভি, কিংবা অন্য কোনো ল্যাপটপ সেই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারে।
মোবাইল হটস্পট কীভাবে কাজ করে?
- ইন্টারনেট গ্রহণ – প্রথমে আপনার ল্যাপটপ বা পিসি কোনো একটি সোর্স থেকে ইন্টারনেট গ্রহণ করে যেমন ব্রডব্যান্ড কেবল, অন্য ওয়াই-ফাই, বা ইউএসবি মডেম।
- ভার্চুয়াল ওয়াই-ফাই তৈরিঃ উইন্ডোজ একটি বিশেষ নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্যবহার করে একটি নতুন ভার্চুয়াল Wi-Fi নেটওয়ার্ক চালু করে।
- নাম ও পাসওয়ার্ড সেটঃ আপনি হটস্পটের নাম (SSID) ও পাসওয়ার্ড ঠিক করেন, যা দিয়ে অন্য ডিভাইসগুলো সংযুক্ত হতে পারে।
- সংযোগ শেয়ারঃ হটস্পট চালু হলে আশেপাশের ডিভাইসগুলো আপনার সেট করা নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হতে পারবে।
মোবাইল হটস্পট ব্যবহারের কারণ
- ইন্টারনেট শেয়ার করার জন্যঃ যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কেবল (LAN) দিয়ে ইন্টারনেট পায়, মোবাইল হটস্পট চালিয়ে সেই ইন্টারনেট ফোন বা অন্য ডিভাইসে দেওয়া যায়।
- জরুরি অবস্থায় ব্যাকআপ নেটওয়ার্ক তৈরি করতেঃ কোনো স্থানে যদি আলাদা Wi-Fi রাউটার না থাকে, ল্যাপটপকে মোবাইল হটস্পট বানিয়ে প্রয়োজনীয় ডিভাইসগুলো অনলাইনে আনা যায়।
- একসাথে একাধিক ডিভাইস কানেক্ট করতেঃ Windows 10/11-এ ডিফল্টভাবে সর্বোচ্চ ৮টি ডিভাইস একসাথে মোবাইল হটস্পটে কানেক্ট হতে পারে।
- মোবাইল (USB Tethering + Wi-Fi) ডেটা থেকে শেয়ার করাঃ যদি আপনি ফোনের মোবাইল ডেটা USB দিয়ে ল্যাপটপে দেন, তখন ল্যাপটপ সেই সংযোগ আবার মোবাইল হটস্পটের মাধ্যমে Wi-Fi আকারে অন্যদের দিতে পারে।
- ব্লটুথ বা USB দিয়ে শেয়ার করার সুযোগঃ শুধু Wi-Fi নয়, চাইলে USB কেবল বা ব্লুটুথ দিয়েও হটস্পটের ইন্টারনেট শেয়ার করা যায়।
উইন্ডোজ হটস্পটের অতিরিক্ত কিছু টিপস যা আপনার কাজে আসবে
- পাসওয়ার্ড শক্ত রাখুনঃ হটস্পটের ডিফল্ট পাসওয়ার্ড সাধারণত সহজ হয় এবং হ্যাকার বা আশেপাশের কেউ সহজে অনুমান করতে পারে। নিরাপত্তার জন্য অন্তত ১২ অক্ষরের একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর (A-Z) ছোট হাতের অক্ষর (a-z) সংখ্যা (0-9) এবং বিশেষ চিহ্ন (!, @, # ইত্যাদি) মিশিয়ে দিন।
- পাওয়ার সেভিং মোড বন্ধ করুনঃ Battery Saver মোড চালু থাকলে Windows স্বয়ংক্রিয়ভাবে Wi-Fi অ্যাডাপ্টার বন্ধ করে দিয়ে হটস্পট অফ করে দিতে পারে। Control Panel থেকে Power Options থেকে Change plan settings থেকে Change advanced power settings এ গিয়ে Wireless Adapter Settings থেকে Power Saving Mode কে Maximum Performance করুন। এতে হটস্পট দীর্ঘসময় সক্রিয় থাকবে।
- ড্রাইভার আপডেট করুনঃ পুরোনো বা ত্রুটিপূর্ণ নেটওয়ার্ক ড্রাইভার হটস্পট সমস্যার অন্যতম কারণ। Device Manager থেকে Network adapters থেকে আপনার Wi-Fi অ্যাডাপ্টারে ডান-ক্লিক করে Update driver সিলেক্ট করুন। চাইলে ম্যানুফ্যাকচারারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সর্বশেষ ড্রাইভার ডাউনলোড করতে পারেন।
- ডিভাইস লিমিট ঠিক করুনঃ Windows মোবাইল হটস্পটে একসাথে সর্বোচ্চ ৮টি ডিভাইস সংযুক্ত হতে পারে। তবে বেশি ডিভাইস কানেক্ট হলে নেট স্পিড ভাগ হয়ে যাবে। Settings থেকে Network & Internet থেকে Mobile hotspot এ গিয়ে ডিভাইস লিমিট কমিয়ে ২-৩ ডিভাইসে রাখুন যদি স্পিড গুরুত্বপূর্ণ হয়।
- সিকিউরিটি প্রোটোকল ঠিক রাখুনঃ সবসময় WPA2-Personal বা WPA3 সিকিউরিটি ব্যবহার করুন। Open Network (পাসওয়ার্ড ছাড়া) ব্যবহার করলে আপনার ডেটা ও ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। Settings থেকে Mobile hotspot থেকে Edit থেকে Security type থেকে WPA2 বা WPA3 সিলেক্ট করুন।
✨ Drifture-এ মন্তব্য করার সময় দয়া করে আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url